thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

শাহ আমানতে ১৩৬ স্বর্ণবারসহ যাত্রী আটক

২০১৮ আগস্ট ০৫ ১১:০৩:৩৫
শাহ আমানতে ১৩৬ স্বর্ণবারসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩৬টি সোনার বার জব্দ হয়েছে। এসব স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার মতো। এঘটনায় আটক করা হয়েছে ওই যাত্রীকে।

রবিবার (৫ আগস্ট) সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগে এই সোনা পাওয়া যায় বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।

মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে আসেন। তার বাড়ি হাটহাজারি উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ গণমাধ্যমকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আজ সকাল ৬টা ২৫ মিনিটে একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্দেহ হলে উড়োজাহাজের জামাল আহম্মেদ নামের ওই যাত্রীকে তল্লাশি করা হয়। তার ব্যাগ থেকে ১৩৫টি ও মোবাইলের ভেতর থেকে সোনার একটি বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর