thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬,  ১৭ জিলহজ ১৪৪০

যে কোনো আইন সংশোধন করা যায়: তথ্যমন্ত্রী

২০১৮ অক্টোবর ২১ ১৬:২৩:৪৫
যে কোনো আইন সংশোধন করা যায়: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, গণমাধ্যমের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নয়।

রবিবার ঢাকায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের তৃতীয় জাতীয় সম্মেলনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেছেন, ‘যে কোনো আইন পরীক্ষা করা যায়, সংশোধন করা যায়।’

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, উগ্রবাদের হুমকি ডিজিটাল সমাজে ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে লড়তে সরকার ও সংবাদমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে গণতন্ত্র, গণমাধ্যম এবং সমাজের জন্য সবচেয়ে বড়ু হুমকি হিসেবে চিহ্নিত করে তথ্যমন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর