thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭,  ৯ সফর 1442

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৮ নভেম্বর ০৯ ০৯:৫৮:০০
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। টাঙ্গাইল-বাস-সিএনজি সংঘর্ষ-সড়ক দুর্ঘটনা সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির চালক ভূঞাপুর উপজেলার ছবুর মিয়া (৩৫)। আহত হন আরও দুজন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরও মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর