thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬,  ২৭ জমাদিউল আউয়াল 1441

হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

২০১৮ নভেম্বর ২৪ ১১:১৩:৪৫
হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর