thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮,  ২১ রবিউস সানি 1443

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৯ জানুয়ারি ২৪ ০৮:৫২:১৮
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানুপর ইউনিয়নে ট্রাকের চাপায় তৈয়ব আলী (৩০) ও জগদিস (৩২) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পল্লী বিদ্যুৎ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ার গেদেলার ছেলে এবং জগদিস (৩২) একই ইউনিয়নের প্রশন্ন কুমারের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, ঘটনাস্থলেই মারা যান তৈয়ব আলী। আর হাসপাতালে ভর্তি করায়, সেখানেই মারা যান জগদিস।

ফায়ার সর্ভিস সূত্র জানায়, কাজ শেষে করে বাসার দিকে যাচ্ছিলেন তৈয়ব ও জগদিস । এসময় পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বালুর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তৈয়ব। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহত জগদিসকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়, সেখানেই মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর