thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

শীতে ত্বকের রুক্ষতায় ফলের তৈরি ফেসপ্যাক

২০১৯ জানুয়ারি ২৪ ১৩:২৭:৫৪
শীতে ত্বকের রুক্ষতায় ফলের তৈরি ফেসপ্যাক

দ্য রিপোর্ট ডেস্ক : শীতে ত্বকের রুক্ষতাকে কাবু করতে নিয়মিত ফলের তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখবে এসব ফল।

আপেল

আপেলের খোসা ছাড়িয়ে টুকরা করে কাটুন। কয়েক ফোঁটা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকে লাগিয়ে রাখুন পেস্ট। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলার খোসা

কমলার খোসা রোডে শুকিয়ে গুঁড়া করে নিন। ১ চা চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ওটমিল গুঁড়া, কয়েক ফোঁটা মধু ও পরিমাণ মতো টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁপে

পাকা পেঁপে চটকে সামান্য মধু ও লেবুর রস মিশিয়ে পুরু করে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

কলা
দুটি পাকা কলা ছোট টুকরা করে কেটে চটকে নিন। কয়েক ফোঁটা মধু ও ১ চা চামচ টক দই মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে ফেসপ্যাকে ওটমিল গুঁড়া মিশিয়ে নিন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর