thereport24.com
ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০,  ২০ জিলকদ  ১৪৪৪

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে জলদস্যু' নিহত

২০১৯ মার্চ ২৫ ১২:৫৪:৩৪
চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে জলদস্যু' নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর মেজর মেহেদি হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় ভোরে অভিযান চালায় র‌্যাবের একটি টহল দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর