thereport24.com
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭,  ১৪ শাওয়াল ১৪৪১

ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মানে কী?

২০১৯ এপ্রিল ১১ ১১:৩৮:১৬
ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মানে কী?

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই হ্যান্ডবল দলটি তিনবারের চ্যাম্পিয়ন৷ ইবি টিমে জাতীয় দলের আটজন খেলোয়াড়ও রয়েছেন৷

খবরে জানলাম, খেলা শেষ হওয়ার ১২মিনিট আগে ৩ পয়েন্টে এগিয়ে থাকা ইবির খেলোয়াড়দের শারীরিকভাবে আক্রমণ করে বসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ রড, স্ট্যাম্প, রোলার, লাঠিসোটা দিয়ে ইবির ৯জন খেলোয়াড়কে বেধড়ক পিঠিয়েছেন তারা৷ একজনের কোমর ভেঙে দিয়েছেন, আরেকজনের হাত৷ নিজেকে শিক্ষক পরিচয় দেওয়ার পরও ইবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান স্যার,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল এবং টিম প্রশিক্ষক শাহালম কোচির উপর ঘৃণ্য আক্রমণ হয়েছে৷

গত শুক্রবার জাবির একদল সন্ত্রাসী ইবির দু'জন খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়৷ ইবি দল সেদিন না খেলে নিরাপত্তাহীনতায় চলে এলে জাবির ভিসি ও প্রক্টর পূর্ণ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তায় আবারো খেলতে আহ্বান করেন৷

ভাবছি, আজ খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই যে বেহালদশা হলো এর দায় কার? জাবির প্রক্টর বলছেন, নিরাপত্তা দিতে না পারায় তার বিশ্ববিদ্যালয় লজ্জিত৷ ব্যস! হয়ে গেল? আমার ফেসবুকে জাবির প্রায় ডজনখানেক শিক্ষক যুক্ত রয়েছেন৷ এক মানস চৌধুরী ছাড়া এ ঘটনায় কাউকে তো রা' করতে দেখলাম না এখনো! প্রতিবাদী-প্রতিরোধী-বিপ্লবীদের আখড়া জাহাঙ্গীরনগরের কমরেডরা কি এই ঘটনার বিচার হবে বলে নিঃসন্দেহ, আশঙ্কাহীন?

খবরে পড়েছিলাম, কিছুদিন আগে কী একটা উৎসব উপলক্ষ্যে জাহাঙ্গীরনগরে আসা ঢাবির একদল শিক্ষার্থীর হাতে মদের বোতল ধরিয়ে দিয়ে জাবির প্রক্টরিয়াল টিম পূর্ব কোনো ঘটনার ঝাল মিটিয়েছেন৷ ছাত্রছাত্রীদের আটক করে হেনস্থা করেছেন৷

জানতে ইচ্ছে করছে, বিশ্ববিদ্যালয়টির প্রশাসকদের সমস্যাটা কোথায়? কখনো নিজেরাই কাজিয়া লাগাচ্ছেন, আবার কখনো ডেকে এনে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষকদের সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছেন!

বলি, খেলার মতো প্রীতিকর একটি বস্তুকে কেন্দ্র করে যদি এমন লড়াই আর জিঘাংসা চলতেই থাকে, খেলার নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মানে কী! বন্ধ করুন এইসব ফাতরামি!

সালেহ ফুয়াদ: প্রাবন্ধিক,অনুবাদক

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১১,২০১৯)


পাঠকের মতামত:

SMS Alert

আলোচনা পর্যালোচনা এর সর্বশেষ খবর

আলোচনা পর্যালোচনা - এর সব খবর