thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৬ শাওয়াল ১৪৪১

সারাদেশে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৯ এপ্রিল ২১ ১৭:৫৯:৪৬
সারাদেশে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি : শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণ প্রসঙ্গে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। বাংলাদেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না।’

রবিবার (২১ এপ্রিল) বিকালে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এদেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতীম। এটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে কোনও গির্জায়, মসজিদে, মন্দিরে হামলা হোক; আমরা কেউ চাই না।’

অনুষ্ঠানে কুমিল্লার সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর