thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭,  ২৩ জিলহজ ১৪৪১

ময়মনসিংহে নদীতে মিলল ২ শিশুর ভাসমান লাশ

২০১৯ মে ২১ ০৯:১৫:৩৯
ময়মনসিংহে নদীতে মিলল ২ শিশুর ভাসমান লাশ

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।

তবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে।

সোমবার রাতে ওই দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর