thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭,  ১২ জিলকদ  ১৪৪১

মোদিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০১৯ মে ২৩ ২৩:০৮:২৫
মোদিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে থাকায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন এবং দেশটির ১৭তম লোকসভা নির্বাচনে তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে থাকায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।

শেখ হাসিনা ফোনে মোদিকে বলেন, আপনার গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুলভাবে জয়লাভ করতে যাচ্ছে। এজন্য বাংলাদেশের সরকার, জনগণ, আমার দল এবং ব্যক্তিগতভাবে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

পাচঁ মিনিটের এই টেলিফোন আলাপে এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বিজয়ে আপনার প্রতি ভারতের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে। দক্ষিণ এশিয়ার জনগণ আপনার এই বিজয়ে খুশি হবে এবং এই অঞ্চলের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রন জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে নরেন্দ্র মোদিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে সবোর্চ্চ গুরুত্ব দেয়। এটি হয়েছে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে।

ভারতের জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন প্রদানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারত-বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যেই সুপ্রতিবেশীর মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আগামীতে এই সম্পর্ক আরো উচ্চতর মাত্রায় যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

অভিনন্দন বার্তায় মোদিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মান্যবর, আপনার সুবিধা মতো সময়ে বাংলাদেশে আপনাকে অভ্যর্থনা জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর