thereport24.com
ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯,  ২৯ শাবান ১৪৪৪

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

২০১৯ মে ২৮ ০৮:৩৯:৪৯
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৭ মে) রাতে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৫৮)। তিনি পটিয়া উপজেলার উত্তর হরিণখাইন গ্রামের বাসিন্দা। শামসুল আলম মিনিবাসে করে বাড়ি ফিরছিলেন।

পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, বিআরটিসির একটি বাস পটিয়া থেকে শহরের দিকে আসছিল। আর মিনিবাসটি শহর থেকে পটিয়া যাচ্ছিল। শান্তিরহাট এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শামসুল আলম ঘটনাস্থলে মারা যান। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর