thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬,  ১৫ জিলকদ  ১৪৪০

ময়মনসিংহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক-হেলপার নিহত

২০১৯ জুন ২৬ ১১:১৯:০৯
ময়মনসিংহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক-হেলপার নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লেংরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি মালবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল।

মুক্তাগাছার লেংরাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর