thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

অটোরিকশার চাকা খুলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ২

২০১৯ জুলাই ০৪ ০৭:৫০:১৩
অটোরিকশার চাকা খুলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ২

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : মহাসড়কে হঠাৎ চাকা খুলে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বুধবার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জনেই অটোরিকশার যাত্রী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন– পটিয়া উপজেলার চরকানাই গ্রামের মোহাম্মদ আলী বাহাদুর (৪৫)।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, পানবাহী ট্রাকটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি মনসারটেক এলাকায় মহাসড়কে ওঠার মুহূর্তে একটি চাকা খুলে যায়। ওই সময়েই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

তিনি জানান, দুর্ঘটনায় অটোরিকশার চার আরোহী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর