thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬,  ১৫ জিলকদ  ১৪৪০

খাবারের বিল পরিশোধ করেন কে

২০১৯ জুলাই ০৫ ১৮:৪৪:১৯
খাবারের বিল পরিশোধ করেন কে

দ্য রিপোর্ট ডেস্ক:বলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের ঘিরে প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই বলিপাড়ায় উড়ছে।

এদিকে প্রায়ই একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায় তাদের। নৈশভোজে গেলে খাবারের বিল পরিশোধ করেন কে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা পালাক্রমে দিই। অবশ্য, বেশিরভাগ সময়ই আমি দিই, কিন্তু সব সময় আমি পরিশোধ করলে সে এটি পছন্দ করে না। তাই আমরা পালাক্রমে বিল পরিশোধ করি।

টাইগার ও দিশার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। দিশাকে ইমপ্রেস করতে কী করেন? এই প্রশ্নের উত্তরে স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমা খ্যাত এই অভিনেতা বলেন, দিশাকে শুধু বলবেন সে খুব ভালো অভিনেত্রী।

সালমান খান অভিনীত ভারত সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন দিশা। বর্তমানে মালাং সিনেমার শুটিং করছেন এ অভিনেত্রী। অন্যদিকে টাইগার শ্রফ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। বর্তমানে বাঘি-থ্রি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর