thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭,  ১৩ জিলকদ  ১৪৪১

তুরস্কে মিনিবাস খাদে, বাংলাদেশিসহ ১৬ অভিবাসী নিহত

২০১৯ জুলাই ১৯ ০০:১৫:৪২
তুরস্কে মিনিবাস খাদে, বাংলাদেশিসহ ১৬ অভিবাসী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে চালক নিয়ন্ত্রণ হারানোয় একটি মিনিবাস উল্টে রাস্তা থেকে পাশের খাদে ছিটকে যাওয়ায় বাংলাদেশিসহ কমপক্ষে ১৬ জন অভিবাসী নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক অভিবাসী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভানের আইপেকিওলু জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রদেশটির গভর্নর মেহমেত এমিন বিলমেজের বরাত দিয়ে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তিনি ভান রিজিওনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ হসপিটালে আহতদেরকে পরিদর্শনের সময় প্রদেশটির স্বাস্থ্য পরিচালক মাহমুত সুন্নেতসিওগলুর কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।

আহতদেরকে পরিদর্শনের পর হাসপাতালটিতে সাংবাদিকদেরকে বিলমেজ জানান, দুর্ভাগ্যজনকভাবে ১৬ জন নিহত হয়েছেন এবং আহত ৫১ জনের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।

তিনি জানান, বাসটির চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি এর আগে অভিবাসী পাচারের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছেন।

প্রদেশটির গভর্নর বলেন, ১৭ থেকে ১৮ জনের ধারণক্ষমতাসম্পন্ন মিনিবাসটিতে গাদাগাদি করে নারী ও শিশুসহ ৬৭ জনকে ওঠানো হয়।

তুরস্কের সম্প্রচার মাধ্যম এনটিভির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব অভিবাসীর মধ্যে বাংলাদেশি, আফগান ও পাকিস্তানি আছে।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থাটি আরও জানায়, বাসটির গন্তব্য এবং এসব অভিবাসীর প্রকৃত নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর