thereport24.com
ঢাকা, সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬,  ২৩ জিলহজ ১৪৪০

প্রাণনাশের হুমকির পর সাংবাদিক মুশফিক নিখোঁজ

২০১৯ আগস্ট ০৪ ১৩:৪৫:১৬
প্রাণনাশের হুমকির পর সাংবাদিক মুশফিক নিখোঁজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণনাশের হুমকির মুখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানের খোঁজ পাচ্ছেন না পরিবার।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন তিনি।

এ ঘটনায় শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৯৪) করেছেন নিখোঁজ মুশফিকুরের মামা এজাবুল হক।

জিডিতে তিনি উল্লেখে করেন, শনিবার বিকেলে মামার সঙ্গে দেখা করতে তিনি মিরপুরের বাসা থেকে গুলশানে যান। মামার সঙ্গে দেখা করে সন্ধ্যায় বাসায় ফেরার পথে মুশফিক নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তার সন্ধান পাননি।

মুশফিকের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

মুশ‌ফিকুর রহমানের মামা এজাবুল হক জানান, সম্প্র‌তি মুশ‌ফি‌ক তার গ্রা‌মের বাড়ি কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলার চরগোয়ালী খন্দকার না‌জির আহমেদ বহুমুখী বিদ্যালয়ের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হন। এর জেরে অজ্ঞাত একজন গত ২১ জুলাই রাতে মুশ‌ফিকের ব্যক্তিগত নাম্বারে ফোন দি‌য়ে প‌রিবারসহ গুম এবং প্রাণনাশের হু‌মকি দেয়। এ বিষয়ে পর‌দিন পল্লবী থানায় এক‌টি সাধারণ ডায়েরী (জিডি-১৯২০) লিপিবদ্ধ করেছিলেন মুশফিকুর।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর