thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

আসেননি মাহি বি চৌধুরী, ফের দুদকে তলব

২০১৯ আগস্ট ০৭ ১২:৩০:৩৭
আসেননি মাহি বি চৌধুরী, ফের দুদকে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক: হাজির হননি বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক।

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তথ্য-উপাত্ত সংগ্রহে আরো সময় চেয়ে চিঠি দিয়েছেন মাহি বি চৌধুরী।

তাদের চিঠি আমলে নিয়ে ১৮ দিন সময় দিয়ে আগামি ২৫ আগস্ট আবারো উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য তলব করেছে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলের গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। যেখানে তাদেরকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, মাহি বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুন মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর