thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ব্যর্থ মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো নগরবাসী!

২০১৯ আগস্ট ০৮ ১১:১৮:০৯
ব্যর্থ মেয়রকে স্কার্ট-ব্লাউজ পরিয়ে ঘোরালো নগরবাসী!

দ্য রিপোর্ট ডেস্ক: নির্বাচনের আগে সব প্রার্থীই ভোটারদের কাছে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা তা নিয়ে ভাবনা থাকে কম। ধান্দা একটাই, কোনোভাবে ভোটে জিততে পারলেই হলো! কিন্তু মেক্সিকোর এক মেয়রকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার জন্য কঠিন মাশুল দিতে হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায়, দক্ষিণ মেক্সিকোর এক মেয়রকে স্কার্ট পড়ে ঘুরিয়েছে নগরবাসী। সম্প্রতি দেশটির দক্ষিণে হুক্সিটান প্রদেশের সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরে এ ঘটনা ঘটেছে। ওই মেয়রের নাম জেভিয়ার জিমেনেজ।

মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে শহরের পানি ব্যবস্থার উন্নয়ন করবেন বলে মেয়র জিমেনেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ জন্য তার ৩ মিলিয়ন পেসো (প্রায় ১ লাখ ৫৮ হাজার ডলার সমতুল্য) খরচের কথা ছিল। কিন্তু ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি রাখেননি মেয়র।

বিক্ষুব্ধ নগরবাসী শাস্তি স্বরূপ মেয়র জিমেনেজকে লম্বা কালো স্কার্ট ও সাদা ব্লাউজ পরিয়ে শহরজুড়ে ঘোরান। এ সময় সঙ্গে ছিলেন তার সহযোগী লুই টন। তাকেও উজ্জ্বল গোলাপি পোশাক পরিয়ে শহরজুড়ে ঘোরানো হয়। তাদেরকে শাস্তি দেয়ার সময় নগরের শত শত মানুষ উপস্থিত ছিলেন। কারও হাতে ছিল মেয়র বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।

এ ঘটনার সময় মেয়র জিমেনেজ এক সাংবাদিককে বলেন, তিনি প্রতিশ্রুতি পালনে সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় কাজ সম্পন্ন করতে পারছেন না।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর