thereport24.com
ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১ ফাল্গুন ১৪২৬,  ২৭ জমাদিউস সানি 1441

মুক্তির আগেই ৩০০ কোটির মাইলফলক ছুঁয়েছে ছবিটি

২০১৯ আগস্ট ১৬ ১১:৪৪:১০
মুক্তির আগেই ৩০০ কোটির মাইলফলক ছুঁয়েছে ছবিটি

দ্য রিপোর্ট ডেস্ক: রাজামৌলির বাহুবলির দুই পার্ট ‘বাহুবলি দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলি দ্য কনক্লুশন’ দুই সিনেমায়ই বাজিমাত করেছেন প্রভাস। বক্স অফিসে আয়ের রেকর্ড করেছিল বাহুবলি। আগস্টের শেষে সেই প্রভাসের আরেকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

যার ট্রেলর ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। বলিউড সংশ্লিষ্টরা আশা করছেন, নায়ক প্রভাসের কারণেই বাহুবলির রেকর্ডও ভাঙতে পারে পরিচালক সুজিত রেড্ডির সাহো। সেই আভাস আগে থেকেই মিলছে। মুক্তির আগেই ছবিটি আয় করেছে ৩৩৩ কোটি রুপি।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অঞ্চলভেদে ‘সাহো’ সিনেমার আয়: নিজাম : ৪০ কোটি রুপি; সেডেড: ২৫ কোটি রুপি; কৃষ্ণা: ৮ কোটি রুপি; গুন্টার: ১২.৫০ কোটি রুপি; নেলোর: ৪.৫০ কোটি রুপি; ইস্ট + ওয়েস্ট: ১৯ কোটি রুপি; ইউএ: ১৬ কোটি রুপি; টোটাল এপি/টিজি: ১২৫ কোটি রুপি; কর্নাটক: ২৮ কোটি রুপি; তামিল নাড়ু: ১৮ কোটি রুপি; নর্থ ইন্ডিয়া: ১২০ কোটি রুপি।

এরই মধ্যে ভারতে ছবিটির মোট আয় ২৯১ কোটি রুপি। ভারতের বাইরে আয় করেছে ৪২ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় হয়েছে ৩৩৩ কোটি রুপি।

সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি। সিনেমাটিতে আট মিনিটের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে, যা তৈরি করতে ব্যয় হয়েছে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আজ (১৫ আগস্ট) সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ৩০ আগস্ট করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর