thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ডেঙ্গুতে মাদারীপুরে মারা গেল গৃহবধূ

২০১৯ আগস্ট ২৫ ১০:৫৭:৪১
ডেঙ্গুতে মাদারীপুরে মারা গেল গৃহবধূ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সুমি আক্তার (৩০)।

শনিবার মধ্যরাতে ওই গৃহবধূর মরদেহ তার বাড়ি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আনা হয়েছে। এ নিয়ে মাদারীপুরের এখন পর্যন্ত আট ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী।

জানা যায়, গত ২০ আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

তিনি ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখনও হাসপাতালে ২৪ রোগী ভর্তি আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর