thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

৪০ তারকাকে লন্ডন প্রবাসীর হুমকি

২০১৯ সেপ্টেম্বর ০৫ ১৭:২২:৪৬
৪০ তারকাকে লন্ডন প্রবাসীর হুমকি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করে ৪০ বাংলাদেশি তারকাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। তার নাম জুবাইর। লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামের একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল ও অভিনেত্রী সোহানা সাবাসহ ৪০ শিল্পী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন তিনি।

গুরুত্বপূর্ণ এসব জিনিস হাতে পাওয়ার পরই প্রত্যেক শিল্পীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জুবাইর হুমকি দেন বলে অভিযোগ। হুমকিতে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে আমার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। না হলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন সেই ব্যবস্থা করা হবে।’

শুধু তাই নয়, বুধবার দ্বিতীয় দফায় শিল্পীদের নম্বরে পাঠানো বার্তায় জুবাইর আরও হুমকি দেন, টাকা ফেরত না দিলে আগামী সাত দিনের মধ্যে ওই ৪০ শিল্পীর কেউ না কেউ ‘শেষ’ (প্রাণনাশ) হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে তারকাদের জানিয়েছিলেন জুবাইর। এর সবকিছু চূড়ান্ত করতে গত ৩ সেপ্টেম্বর তার ঢাকায় আসারও কথা ছিল।

এদিকে দুই দফায় হুমকি পাওয়ার পর বুধবার রাতেই ৪০ শিল্পীর পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ উঠেছে, কোনো এক অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে জুবাইর নামের ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমন কিছু হয়ে থাকলেও সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার জন্য একসঙ্গে এতজন শিল্পীকে হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, ‘হুমকির ব্যাপারটা শুনেছি। গীতিকার কবির বকুল সাহেব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৫ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর