thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চন্দ্রযানের পেছনে মমতাকে বেঁধে দিতে চেয়েছিলেন বিজেপি নেতা!

২০১৯ সেপ্টেম্বর ০৯ ১৩:৪২:০৩
চন্দ্রযানের পেছনে মমতাকে বেঁধে দিতে চেয়েছিলেন বিজেপি নেতা!

দ্য রিপোর্ট ডেস্ক: রাজনীতির অনেক অধ্যায় পেরিয়ে এবার চন্দ্রযান নিয়ে ভারতে চলছে খেলা। সেই খেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের সমালোচনা করতে গিয়ে পালটা বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

রবিবার ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের এক সভায় রাহুল বলেন, ‘চন্দ্রযান ২ উৎক্ষেপণের আগে ভাবছিলাম, ইসরোর বিজ্ঞানীদের বলব, চন্দ্রযানের পেছনে এটাকে বেঁধে নিয়ে যান।’

এদিন তৃণমূলকে রাষ্ট্রের কলঙ্ক বলেও উল্লেখ করেন রাহুল, ‘চাঁদের কাছাকাছি গিয়ে চন্দ্রযান ২-এর সংযোগ হারিয়ে গেছে। সারা দেশের মানুষ কান্নায় ভেঙে পড়ছে। সারা দেশের মানুষ ওপর ওয়ালার কাছে প্রার্থনা করছে সংযোগ যাতে স্থাপন হয়। সারা দেশে তৃণমূল একমাত্র প্রার্থনা করছে, হে আল্লাহ, সংযোগ যাতে স্থাপন না হয়। এদের পাকিস্তানে গিয়ে বাস করা উচিত।’

‘যদি চন্দ্রযান যোগাযোগ স্থাপন করতে পারে তাহলে লিখে রাখুন, মমতা প্রশ্ন করবে চন্দ্রযান যে চাঁদে গেছে তার প্রমাণ কোথায়? বলবে, ওগুলো যে চাঁদের ছবি তার প্রমাণ কী? রাশিয়া, আমেরিকা থেকে চুরি করা আগের ছবি কি না তার প্রমাণ কী?’

এরপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি, ‘তাই আমি ভাবছিলাম চন্দ্রযান যাওয়ার আগে ইসরোর বিজ্ঞানীদের বলব, চন্দ্রযানের পেছনে এটাকে বেঁধে নিয়ে যান। যাতে প্রমাণ পেয়ে যাবে, দেখে আসবে কী হচ্ছে। রাষ্ট্রের গৌরবে কেউ যদি গর্বিত না হয় তাহলে সে রাষ্ট্রের কলঙ্ক।’

এর আগে গত শুক্রবার চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের চাঁদে আবতরণের নির্ধারিত সময়ের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মন্তব্য করেন, ‘এমন করছে যেন এই প্রথম চন্দ্রযান গিয়েছে।’ তাঁর এই মন্তব্যের সমালোচনা হয় ভারতজুড়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর