thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জলবায়ু অভিযোজনে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০১৯ সেপ্টেম্বর ১০ ১৬:৫৭:৪৯
জলবায়ু অভিযোজনে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: জলবায়ু অভিযোজনে সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি জলবায়ু অভিযোজনের উপায় উদ্ভাবনে বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেমম্বর) ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানন।

কোনো জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী গৃহীত বেশ কিছু উদ্যোগের আবাসস্থল, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে সম্মিলিতভাবে আমাদের টিকে থাকার জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে।

শেখ হাসিনা বলেন, কমিশনের একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে, যদিও বাংলাদেশ অনেক পদক্ষেপ নিয়েছে, তথাপি অনেক কাজ এখনো বাকী রয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, সর্বোপরি, কোনো জাতিই এটি একা করতে পারে না। এক্ষেত্রে আমাদের সমগ্র বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর