thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭,  ১৩ জিলকদ  ১৪৪১

নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে ছাত্রলীগ: নাহিয়ান জয়

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৬:৫৩:৪৫
নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে ছাত্রলীগ: নাহিয়ান জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

এসময় নতুন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও সেখানে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা দেশনেত্রীর সঙ্গে কাজ করে যাবো। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার জন্য যেকোনও ধরনের পদক্ষেপ ছাত্রলীগ নেবে।

আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগকে আমরা একটি উচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের প্রতি সবাই যেন পজিটিভ থাকেন, সে দিকে লক্ষ রেখে কাজ করে যাবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান খান জয় ছাত্রলীগের প্রথম সহ-সভাপতি হওয়ার আগে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি শহীদ সার্জেট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর