thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

মৌমাছির হানায় প্লেনে ৩ ঘণ্টা বসে থাকলেন তথ্যমন্ত্রী

২০১৯ সেপ্টেম্বর ১৬ ১৩:৩১:২১
মৌমাছির হানায় প্লেনে ৩ ঘণ্টা বসে থাকলেন তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিমানে মৌমাছির হানায় প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ল তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে বহনকারী ভারতের রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই-৭৪৩।

রবিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে ১৩৬ জন যাত্রী ও ক্রেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু মৌমাছি বিভ্রাটের কারণে প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ওই বিমান।

আর ওই বিমানের যাত্রী হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাসহ ১৮ জনের একটি প্রতিনিধি দল। তারা প্রত্যেকেই ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এদিন সকালে এয়ারবাস এ-৩১৯ বিমানটি যাত্রা শুরুর প্রস্তুতি নিতে যখন ট্যাক্সি-বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন এক ঝাঁক মৌমাছি এসে বিমানের সামনের দিকটি ঘিরে ধরে। পাইলটের আসনের সামনে বিমানের উইন্ডস্ক্রিনটিতে বসে পড়ে ওই মৌমাছির দল। পাইলটের নজরে বিষয়টি ধরা পড়ার পরই ওই জায়গাতেই বিমানটিকে দাঁড় করিয়ে দেন তিনি।

কেননা সে সময় বিমানটি চললে ওই মৌমাছির দল ইঞ্জিনের ভেতরে প্রবেশ করলে বিমানটির যেমন ক্ষতি হতে পারতো। ঠিক তেমনি বিমানের যাত্রীদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সে সময় বিমানের ওয়াইপার ব্যবহার করেও কোনো কাজ হচ্ছিল না। পরে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে (এটিসি) এবং ফায়ার সার্ভিসকে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে তীব্রবেগে পানি ছিটিয়ে মৌমাছির দলকে তাড়ানো হয়।

পরে তথ্যমন্ত্রীকে বহনকারী বিমানটিকে টারম্যাকে ফিরিয়ে আনা হয় এবং সম্পূর্ণ বিপদমুক্ত করে প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১.৪০ মিনিটে বিমানটি আগরতলার উদ্দেশে উড়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর