thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭,  ১২ সফর 1442

ফকিরাপুলে কেসিনোতে অভিযানে ১৪২ জন আটক

২০১৯ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৪:২৮
ফকিরাপুলে কেসিনোতে অভিযানে ১৪২ জন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়া কেসিনোতে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় ওই ক্যাসিনোর ভেতর থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়।

বুধবার বিকেলে শুরু হয় অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র‍্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে কাউকে ঢুকতে এবং বের হতে দেননি।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং কেসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে, যেগুলো গণনা চলছে বলেও জানান তিনি।

এই কেসিনোর মালিক একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর