thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

শ্রীলঙ্কায় মিরাজের ৭ উইকেট

২০১৯ অক্টোবর ০৫ ১৬:১১:১৪
শ্রীলঙ্কায় মিরাজের ৭ উইকেট

দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কায় মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্নিতে বিধ্বস্ত প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের একাই সাতটি উইকেট নিয়েছেন। টেস্টের প্রথম দিন ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছেন মিরাজ। দিনের প্রথম সেশনেই লঙ্কানদের গুঁড়িয়ে দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন আরও ৪টি উইকেট।

৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। কিন্তু মিরাজের স্পিনের সামনে টিকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় দিনে দলের এক প্রান্ত ধরে রাখেন ১৭ রান নিয়ে প্রথম দিনে অপরাজিত থাকা চারিথ আশালঙ্কা।

প্রথম দিন দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পেলেও দ্বিতীয় দিন কেউই পঞ্চাশের ঘর পার করতে পারেননি। আশালঙ্কা ৪৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। এ ছাড়া স্বাগতিকদের অধিনায়ক আশান প্রিয়াঞ্জান ২৮ এবং লাহিরু উদারা করেছেন ২০ রান।

শেষ পর্যন্ত ২৬৮ রানে থামে শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করে দুটি উইকেট তুলে নিয়েছেন তরুণ পেসার এবাদত হোসেন। একটি উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল।

তবে জবাবে বাংলাদেশ করতে পারেনি শুভসূচনা। দলীয় ৪০ রানের আগেই দলের দুই টপ অর্ডার ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে। জহুরুল হক অমি এবং নাজমুল হোসেন শান্ত পারেননি স্থায়ী হতে। ক্রিজে রয়েছেন সাদমান এবং অধিনায়ক মুমিনুল।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ৯০.২ ওভারে ২৬৮/১০, (পাথুম ৮৫, কামিন্দু ৬২, মিরাজ ৭/৮৪, এবাদত ২/৬২)

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসঃ ১৩৭/২, ওভার- ২৯
সাদমান ৬১*, মুমিনুল ৬৩*; মোহাম্মদ সিরাজ ২/৯

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর