thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩০ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন রাফাহ নানজীবা তোরসা

২০১৯ অক্টোবর ১২ ১০:১৯:৪৯
এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন রাফাহ নানজীবা তোরসা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ নির্বাচিত হয়েছেন। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজীবা তোরসা।

চলতি বছর মিস ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তোরসা।

শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রায় এক মাসের প্রতিযোগিতা শেষে দেশের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন তোরসা। এসময় তার মাথায় মুকুট পরিয়ে দেন গেল বারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

নাম ঘোষণার পর রাফাহ নানজীবা তোরসা বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। অবশেষে সফল হলাম। নিজেকে সেরা হিসেবে দেখতে অনেক পরিশ্রম করেছি। আমার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল, অবশেষে সফল হলাম। সবার কাছে দোয়া চাই।

টানা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতা। চলতি বছর এতে ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী প্রতিযোগিতায় নিবন্ধন করেন। এখান থেকে বেশ কয়েকটি ধাপে প্রাথমিকভাবে বিজয়ী নির্ধারণ করা হলো।

প্রতিযোগিতায় প্রধান তিন বিচার ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর