thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

৭০০ থেকে এক গোল দূরে রোনালদো

২০১৯ অক্টোবর ১২ ১০:২৭:৫১
৭০০ থেকে এক গোল দূরে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক: পর্তুগালের হয়ে নিজের আগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন চার গোল। জাতীয় দলের জার্সিতে আবার গোলের দেখা পেয়েছেন জুভেন্টাস তারকা। তাতে লুক্সেমবার্গকে সহজেই হারিয়ে ইউরো বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে পর্তুগাল।

লিসবনে শুক্রবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি পর্তুগাল জিতেছে ৩-০ গোলে।

টানা তৃতীয় জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে আছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। রাতের আরেক ম্যাচে লিথুনিয়াকে ২-০ গোলে হারানো ইউক্রেন ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গোল করে দলকে লিড এনে দেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা।

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জাতীয় দলের হয়ে এটি তার ৯৪তম আর ক্যারিয়ারের ৬৯৯তম গোল।

আর একটি গোল করলেই মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন রোনালদো। সোমবার ইউক্রেনের বিপক্ষে সুযোগটা পাচ্ছেন ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড।

লুক্সেমবার্গের কফিনে তৃতীয় পেরেকটি ঠুকে দেন গঞ্জালো গুদেস। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট বাকি থাকতে গোলটি করেন ভ্যালেন্সিয়ার এই মিডফিল্ডার।

সর্বোচ্চ সাত গোলদাতা:

খেলোয়াড় গোলসংখ্যা

জোসেফ বিকান (অস্ট্রিয়া, চেক রিপাবলিক) ৮০৫

রোমারিও (ব্রাজিল) ৭৭২

পেলে (ব্রাজিল) ৭৬৭

ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি) ৭৪৬

জার্ড মুলার (জার্মানি) ৭৩৫

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ৬৯৯

লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৬৭২

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর