thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৭,  ১৪ জিলকদ  ১৪৪১

যুবলীগ পরিচালনায় ব্যর্থ হওয়ায় ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি: নানক

২০১৯ অক্টোবর ২১ ১১:১৬:০৯
যুবলীগ পরিচালনায় ব্যর্থ হওয়ায় ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি: নানক

দ্য রিপোর্ট প্রতিবেদক: সংগঠন পরিচালনায় ব্যর্থ হওয়ায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। রবিবার (২০ অক্টোবর) দিনগত রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে তিনি একথা জানান।

অনুষ্ঠান সঞ্চালকের এক প্রশ্নের জবাবে যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সংগঠনকে (যুবলীগ) তিনি (ওমর ফারুক চৌধুরী) সঠিকভাবে পরিচালনা করতে পারেননি। সংগঠনে যেসব উচ্ছিষ্ট বস্তু (বহিরাগত) ঢুকেছিল, তিনি তাদের নির্দিষ্ট করতে পারেননি। আর সে কারণে ঐতিহ্যবাহী এই সংগঠনকে কালিমা বহন করতে হচ্ছে।’ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুবলীগ নেতাদের নাম জড়ানোয় সংগঠনটির সাবেক দায়িত্বশীল হিসেবে নিজে ‘লজ্জিত’ বলেও জানান তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘কোনও না কোনও সময় দুষ্ট জায়গার ওপর আঘাত করতেই হয়। যুবলীগ আমাদের অনেক কষ্টের ফসল। যুবলীগ যখন জবাবদিহিতার সম্মুখীন হয়, আমরা চুপসে যাই।’

অনুষ্ঠানে আসা এক অতিথির অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যুবলীগের যারা প্রেসিডিয়াম সদস্য, যারা সম্পাদকমণ্ডলীর সদস্য, যারা কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে আছেন, তারা কেন বিষয়গুলো (যুবলীগ নেতাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ) আগে উত্থাপন করলো না, তারা কেন কোনও সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করলো না, আমার তা বোধগম্য হয় না। যদি বিষয়গুলো আগে উত্থাপন করা হতো, আলোচনা হতো, তবে একটা ফলাফল আসতো।’

সম্প্রতি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ড. মীজানুর রহমানের আগ্রহ প্রকাশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এটা কী আমাদের মধ্যে আলোচনা করার বিষয়? যদি মীজানুর রহমান এমন কথা বলে থাকেন, এর মধ্য দিয়ে যুবলীগকে সমৃদ্ধ করা হয় না, এর মধ্য দিয়ে মূলত উপাচার্য পদকে হেয় করা হয়।’

যুবলীগ ও ছাত্রলীগের মতো আওয়ামী লীগেও অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। যুবলীগ ও ছাত্রলীগের পর দুর্নীতির অভিযোগ থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ব্যবস্থা নেওয়ার আগে ছাত্রলীগকে সতর্ক করা হয়েছে; যুবলীগকেও সতর্ক করা হয়েছে। এর পরও কাজ না হওয়ায় ব্যবস্থা গ্রহণ ছাড়া প্রধানমন্ত্রীর সামনে কোনও পথ খোলা ছিল না। নানা সময় প্রধানমন্ত্রী আমাদেরও সতর্ক করেছেন। যদি আমিও অন্যায়কারী হই, তবে প্রধানমন্ত্রী আমাকেও ক্ষমা করবেন না।’

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর