thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা

২০১৯ নভেম্বর ০৬ ১৭:১৬:১৬
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং কিশোর আলোর অনুষ্ঠানের আয়োজক কমিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের নিহত শিক্ষার্থী নাইমুল আবরারের বাবা মজিবুর রহমান। আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রথম আলো এবং কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার কারণেই আবরারের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় আবরার। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী ছিলো। তার গ্রামের বাড়ি নোয়াখালী। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গেই থাকতো সে।

আবরারের মৃত্যুর ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করছে শিক্ষার্থীরা। আবরারের সহপাঠিদের দাবি, ঘটনা চেপে রেখে আবরারকে কলেজের পাশের কোনো হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবরারের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর লুকিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কিশোর আলো কর্তৃপক্ষের বিরুদ্ধে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর