thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০১৯ নভেম্বর ০৬ ১৮:৪৪:২৯
৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সপ্তম আসর শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। ‘কিছু সমস্যার কারণে’ সেটা পিছিয়ে গেলো ৫ দিন। বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর, আর উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই আসর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিপিএল সংক্রান্ত এক সভা শেষে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘বিপিএল উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। জনপ্রিয় এই ঘরোয়া আসরটি এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিসিবির সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনার সব খরচ দেবে বিসিবি।

পরিবর্তন এসেছে ড্রাফটের দিনক্ষণেও। ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর। বিপিএলের ড্রাফট, উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘কিছু সমস্যার কারণে আমরা কয়েক দিন পিছিয়ে দিচ্ছি বিপিএল। ৮ ডিসেম্বর হবে সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ১১ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। আর খেলোয়াড়দের ড্রাফট হবে ১৭ নভেম্বর।’

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর