thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭,  ১২ জিলকদ  ১৪৪১

তিন সাবেক অধিনায়ককে নিয়ে কলকাতা গেলেন পাপন

২০১৯ নভেম্বর ২০ ১১:৩৩:৫৪
তিন সাবেক অধিনায়ককে নিয়ে কলকাতা গেলেন পাপন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে তো বটেই, এমনকি বিদেশের মাটিতেও বাংলাদেশের খেলা হলেই উড়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই তো ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও শেষ ম্যাচটি মাঠে বসে দেখেছেন। ক্রিকেটারদের অনুপ্রানিতও করেছেন।

সেখানে এবার এসেছে আনুষ্ঠানিক আমন্ত্রণ। পশ্চিম বাংলা রাজ্য ক্রিকেট এসোসিয়েশন সিএবির প্রধান, পাশাপাশি বিসিসিআই চেয়ারম্যান হিসেবেই তাকে এ আমন্ত্রণ দিয়েছেন মহারাজ সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআইয়ের নতুন প্রধান সৌরভ গাঙ্গুলির সে আমন্ত্রণে সাড়া দিয়ে কাল বুধবার রাতে (পৌনে আটটায়) কলকাতা যাচ্ছেন নাজমুল হাসান পাপন। তিনি একা নন। সাথে থাকছে বিরাট বহরও।

বোর্ডে থাকা জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয় আর খালেদ মাহমুদ সুজনও থাকবেনও ওই বহরে। এর মধ্যে আকরাম ও দুর্জয় কাল বুধবার সন্ধ্যায় নাজমুল হাসান পাপনের সাথে গেলেও খালেদ মাহমুদ সুজন যাবেন পরশু বৃহস্পতিবার সকালে।

বুধবার বিসিবি প্রধানের সাথে একই ফ্লাইটে যাবেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও। এছাড়া বোর্ডের কয়েকজন শীর্ষ পরিচালকও থাকবেন ওই বহরে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর