thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মধ্যরাত থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা

২০১৯ নভেম্বর ২৯ ১৪:৫৬:৩৯
মধ্যরাত থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নৌ-শ্রমিকদের গেজেট মোতাবেক বেতন প্রদান ও সদরঘাটে শ্রমিক নেতাদের উপর হামলার বিচারসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা। ফলে যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। এ নিয়ে গত এক বছরে তিনবার ধর্মঘটের ডাক দিল ফেডারেশন।

এ বিষয়ে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, আমাদের দাবি মেনে নেয়ার বিষয়ে মালিকপক্ষের আগ্রহ দেখছি না। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নৌযান চালাতে চান না শ্রমিকরা। তাই তারা কর্মবিরতি পালনে যাচ্ছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি হাশেম মাস্টার জানান, ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ, লিফলেট বিতরণসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে। আজ বিকেলে শ্রমিকরা বিক্ষোভ করবে নৌবন্দরে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর