thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কেরানীগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

২০১৯ ডিসেম্বর ১৪ ১৩:৫৩:১২
কেরানীগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ১৪ বছর বয়সী ওই কিশোরের নাম আসাদ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জন। হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য জানান।

পার্থ শঙ্কর পাল জানান, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ৯ জন ভর্তি রয়েছেন। তারা সবাই লাইফ সাপোর্টে আছেন। এছাড়া ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৮ জন।

এ ঘটনায় নিহত অন্যরা হলেন—কারখানার ইলেক্ট্রিশিয়ান বাবলু হোসেন (২৬), মো. জাহাঙ্গীর হোসেন (৫৫), মেশিন মেইনটেন্যান্স সালাউদ্দিন (৩৫), মেশিন অপারেটর আব্দুল খালেক খলিফা (৩৫), সিনিয়র অপারেটর জিনারুল ইসলাম মোল্লা (৩২), শ্রমিক ইমরান (১৮), মো. সুজন (১৯), মো. আলম (২৫), ওমর ফারুক (৩২), রায়হান বিশ্বাস (১৬), ফয়সাল (২৯), মেহেদী হোসেন (২০) ও মাহাবুব হোসেন (২৫)।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন। দগ্ধ হন অন্তত ৩৭ জন। এদের মধ্যে ৩৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর