thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

সিটি নির্বাচন পেছানোর বিষয়ে আদেশ মঙ্গলবার

২০২০ জানুয়ারি ১৩ ১৫:৪৪:৫৪
সিটি নির্বাচন পেছানোর বিষয়ে আদেশ মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর জন্য ৫ জানুয়ারি রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

পরে আইনজীবী জানিয়েছিলেন, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সিটি নির্বাচন পেছানোর জন্য রিটটি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর