thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮,  ৭ জিলকদ  ১৪৪২

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

২০২০ ফেব্রুয়ারি ১৮ ০৯:৪২:২৭
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে সম্প্রতি তার ইতালি, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, ‘সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।’

প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেন।

এ সময় রাষ্ট্রপতির স্ত্রী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

তথ‌্যসূত্র : বাসস

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর