thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭,  ২৫ জিলহজ ১৪৪১

মুক্তির আগেই আয় ১০ কোটি রুপি

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১০:০৬:৩৮
মুক্তির আগেই আয় ১০ কোটি রুপি

দ্য রিপোর্ট ডেস্ক: ভেঙ্কি কুড়ুমুলা নির্মাণ করেছেন ‘ভীষ্ম’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিতিন ও রাশমিকা মান্দানা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। আগামী ২১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিতিন অভিনীত এ সিনেমা মুক্তির আগেই ১০ কোটি রুপি আয় করেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অন্ধ্র প্রদেশে সিনেমাটির স্বত্ত্ব বিক্রি করেছে ৮ কোটি রুপি, নিজাম অঞ্চলে বিক্রি করেছে ৬.৫ কোটি রুপি ও দেশ-বিদেশের থিয়েট্রিক্যাল স্বত্ত্ব মিলিয়ে আয় ২০ কোটি রুপি এবং নন থিয়েট্রিক্যাল আয় ১৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৩৫ কোটি রুপি। সিনেমাটির বাজেট ২৫ কোটি রুপি। খরচ বাদ দিয়ে মুক্তির আগেই প্রযোজক মুনাফা পেয়েছেন ১০ কোটি রুপি।

রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন নাগা ভামসি। তেলেগু ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অনন্ত নাগ, সত্য, নরেশ প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর