thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অস্ট্রেলিয়ার সঙ্গে বেশি ম্যাচ খেলতে চায় সালমারা

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১১:২০:২৭
অস্ট্রেলিয়ার সঙ্গে বেশি ম্যাচ খেলতে চায় সালমারা

দ্য রিপোর্ট ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকরা ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছিল ১৮৯ রান। যা বাংলাদেশের নারীদের পক্ষে তাড়া করে জেতাটা সম্ভব ছিল না। স্বাভাবিকভাবেই ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে সালমা খাতুনের দল।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। তাই পূর্ব অভিজ্ঞতা ছিল না সালমাদের। এ কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে ফল ভালো হয়নি বাংলাদেশের। বেশি বেশি ম্যাচ খেললে অসিদে সঙ্গেও পেরে ওঠা সম্ভব বলে মনে করেন ফারাজানা হক।

তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন,‘ অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। ওদের সঙ্গে এবারই প্রথম খেললাম। যদি দলটির বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলতে পারি, তাহলে ওদের অবশ্যই আমরা সামলাতে পারব। একটা আত্মবিশ্বাস তৈরি হবে।’

এরপর ফারজানা যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আজকেই প্রথম ম্যাচ। ওদের বোলিং বিভাগ খুব শক্তিশালী। তার ওপর উইকেটটা খুব ভালো ছিল। বেসিক অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব ছিল। ওরা ১৮৯ রান করেছে। আমাদের কিছু দুর্বলতার জন্য ভালো ব্যাটিং করতে পারিনি।’

অধিনায়ক সালমা শর্ট বল খেলতে না পারাকে হারের কারণ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়,‘ অস্ট্রেলিয়া খুবই ভালো দল। ১৯০ রানের লক্ষ্যটা খুব বড়। অস্ট্রেলিয়ার বোলিংয়ের লাইন ও লেন্থ খুব ভালো। আমাদের ব্যাটসম্যানরা এই শর্ট বল খেলতে অভ্যস্ত নয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর