thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

২০২০ মার্চ ১৯ ১০:১৫:৩৭
বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সবধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করা হয়েছে। তবে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ডেস্কভিত্তিক কাজের জন্য খোলা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বিসিবি। বিসিবির প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষী মামুন বলেন, মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে কর্তৃপক্ষ সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নিয়েছে।

‘জরুরি কাজে যারা বিসিবিতে আসবে তাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের নির্দেশনা আমাদের দেয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিরাপদে এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন,’ বলেন তিনি।

এদিকে বুধবার মিরপুর একাডেমি প্রাঙ্গণে কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে তাদের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে।

‘যেহেতু এখন কোনো খেলা নেই তাই আমরা নিজেদের ফিটনেসের প্রতি নজর দিচ্ছি এবং ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা বাসায় ও জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করছি,’ বলেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মাদ মিথুন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর