thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

দেশে করোনা আক্রান্ত ৩০ জন সুস্থ হয়েছেন

২০২০ এপ্রিল ০৪ ১৫:১৫:৫৭
দেশে করোনা আক্রান্ত ৩০ জন সুস্থ হয়েছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩০ জন সুস্থ হয়েছেন। চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রন্ত ৩০ জন সুস্থ হয়েছেন। চিকিৎসা চলছে ৩২ জনের। এই ৩২ জনের মধ্যে ২০ জন হাসপাতালে আছেন। বাকি ১২ জন বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।’

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৩৪ টি নমুনা। এতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নয়জন। নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৯০, অন্যজনের ৬৮। এর মধ্যে একজনের বাসা ঢাকায়। অন্যজনের ঢাকার বাইরে।’

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশে এখন ৫৯ হাজার ১৭৯ জন মারা গেছেন। আর বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর