thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, ৪ আশ্বিন ১৪২৭,  ১ সফর 1442

২৪ ঘন্টায় করোনায় আক্রান্তে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯

২০২০ এপ্রিল ০৬ ১২:৫৩:৪৮
২৪ ঘন্টায় করোনায় আক্রান্তে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসের থাবায় মোট ১৩ জন মারা গেলেন। এছাড়া নতুন করে রেকর্ড সংখ্যক ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১১৭ জন। একসঙ্গে এতজনের করোনায় আক্রান্তের খবর দেশে এটাই প্রথম।

সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সাথে করোনাভাইরাস নিয়ে জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে রোবাবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে ১৮ জন আক্রান্ত হন।

রোববার করোনাভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর