thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

হাসিমুখে ঈদ উদযাপন করতে বললেন কোহলি

২০২০ মে ১৯ ১৫:৪৫:১৩
হাসিমুখে ঈদ উদযাপন করতে বললেন কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক: গতকাল রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ছিলেন ভারতীয় ‘কাপ্তান’ বিরাট কোহলি। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মানুষকে। করোনাকালীন সময়ে যদি বা কিছুই স্বভাবিক থাকবে না, তারপরেও এই ঘরবন্দি সময়ে পরিবারকে সঙ্গে নিয়ে হাসিমুখে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন কোহলি।

প্রত্যেকের জীবনের সবচেয়ে নেতিবাচক এই সময়টাকেও স্মরণীয় করার যায়। ঈদের শুভেচ্ছার সঙ্গে বাংলাদেশের মানুষকে ইতিবাচক মানসিকতা ধারণ করতে বলেছেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। পরিবারের সঙ্গে থাকার আনন্দ নিয়েই বাংলাদেশের মানুষকে ঈদের আনন্দ করার আহ্বান তাঁর। ভারতীয় তারকার কথা, এই সময়টায় সবারই একই অবস্থা। লড়াই করছে বিশ্বের প্রতিটি মানুষই।

কোহলি বলেন, ‘আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মুবারক। সবাই নিশ্চয়ই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। উপভোগ করছেন। নিজ নিজ পরিবারের সবার সঙ্গে থেকে এই সময়টাও স্মরণীয় করা যায়। আমি খুব চাইব সব চ্যালেঞ্জ থাকার পরও সবাই যেন মুখে হাসি নিয়ে ঈদ উদ্‌যাপন করেন।’

করোনার এই যুদ্ধে দেশ, ধর্ম ভুলে সবাইকে এক হয়ে প্রার্থনার কথাও বলেছেন ভারত অধিনায়ক, ‘আশা করি সব আবার স্বাভাবিক হবে। আমরা সবাই মিলে সেই দোয়াই করব। এখন ভিন্ন চিন্তা করার কারণ নেই। কারণ সবাই এখন একই অবস্থায় আছে। সবাই লড়াই করছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর