thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭,  ১৮ জিলকদ  ১৪৪১

সচিব পদে তিন পদোন্নতি, নতুন পদায়ন

২০২০ জুন ০৪ ১৫:১১:০৪
সচিব পদে তিন পদোন্নতি, নতুন পদায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন দপ্তরেও পদায়ন করা হয়েছে তাদের। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে পরিসংখ্যন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর