thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ৩১ আষাঢ় ১৪২৭,  ২৫ জিলকদ  ১৪৪১

‘এখান থেকে তার উঠে আসা দুরহ’

২০২০ জুন ০৬ ১৯:০৬:৩৩
‘এখান থেকে তার উঠে আসা দুরহ’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এব বিশিষ্ট নিউরোসর্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা বেশ ক্রিটিক্যাল। এখান থেকে তার উঠে আসা দুরহ।’

তিনি মোহাম্মদ নাসিমের জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে বেরিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন যে, তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো না। ডায়বেটিকস, উচ্চ রক্তচাপ সহ বেশ কিছু জটিল রোগে তিনি ভুগছিলেন। তাছাড়া তিনি এখন কোভিড আক্রান্ত, সেটি আরেকটি জটিল দিক। এমনকি আগেও তিনি স্ট্রোক করেছিলেন।এ কারণে শারীরিকভাবে তিনি দুর্বল। এ কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ বলে ডা. কনক কান্তি বড়ুয়া মন্তব্য করেন।’

তিনি বলেন যে, আমি তার এমআরআই রিপোর্ট দেখেছি। অপারেশনের আগে এবং পরে দুটো এমআরআই রিপোর্টই দেখেছি। সেই এমআরআই রিপোর্টটাও খুব একটা ভালো নয়। এখন তার অবস্থা কি সেটা বুঝতে গেলে আরো ২৪ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে।’

ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে জিজ্ঞাস করা হয় তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব কিনা। তিনি বলেন যে, এই মুহুর্তে তাকে বিদেশ নেওয়ার প্রশ্নই উঠে না। তার শারীরিক এই অবস্থায় সেটি সম্ভব নয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর