thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭,  ১৫ জিলকদ  ১৪৪১

‘প্লাবন  আমাকে  কখন  মেরে  ফেলবে, বলা  যাচ্ছে  না’

২০২০ জুন ২৫ ০০:২১:৫৮
‘প্লাবন  আমাকে  কখন  মেরে  ফেলবে, বলা  যাচ্ছে  না’

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাজেদা ইসলাম পারুল একজন সাংবাদিক ও জনপ্রিয় সাংবাদিক নেত্রী। নির্যাতন, যৌতুকদাবি ও ভ্রূণ নষ্ট করার অভিযোগ এনে দৈনিক সমকালের এই সাংবাদিক সাবেক স্বামী দৈনিক যুগান্তেরের রিপোর্টার রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ দাবি জানাতেবুধবার (২৪ জুন) সকালে তিনি একা একাজাতীয় প্রেস ক্লাবের সামনে প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। কাঁদতে কাঁদতে পারুলবলেন, ‘আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে? প্লাবনআমাকে কখন মেরে ফেলবে, বলা যাচ্ছে না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ‘

সাংবাদিক পারুল বলেন, ‘প্লাবন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ফেসবুক হ্যাক করার চেষ্টা করছে। আমাদের কতিপয় সাংবাদিক নেতা ও পুলিশ প্রশাসন বলছেন, এটা সাংবাদিকদের বিষয়, সমঝোতা হয়ে যাবে।’ তিনি বলেন ‘ এটা তো আমার জীবন। আমি জানি সমঝোতা হবে কী হবে না। সে আমার বাচ্চার ভ্রূণ নষ্ট করেছে। আমি চাই একজন নারী নির্যাতনকারী, যৌতুকলোভী, ভ্রূণ নষ্টকারীর বিচার হোক। আমি সাংবাদিক হয়ে যদি বিচার না পাই তাহলে সাধারণ মেয়েরা কোথায় যাবে?’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পারুল বলেন, ‘প্রশাসন আমাকে হেল্প করতে চায় না। তাই আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী একজন মায়ের মতো। অন্তত তিনি যেন আমার দুঃখটা বোঝেন। আমি চাই প্লাবনকে দ্রুত গ্রেফতার করা হোক। আশা করবো তার অফিস যুগান্তর থেকেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এমন মানুষ সাংবাদিকতায় থাকতে পারে না।’

এর আগে ১১ মে হাতিরঝিল থানায় রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা করেন তার স্ত্রী পারুল আক্তার। প্রেমের সম্পর্ক থেকে এ বছর ২ এপ্রিল তারা বিয়ে করেন।

(দ্য রিপোর্ট / টিআইএম/ ২৪ জুন,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর