thereport24.com
ঢাকা, রবিবার, ১৩ জুলাই 25, ২৯ আষাঢ় ১৪৩২,  ১৭ মহররম 1447

ইতালিতে বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

২০২০ জুলাই ০৭ ২১:৫৫:১৯
ইতালিতে বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইতালিতে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর সে দেশের সরকার বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে সে দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

বার্তা সংস্থা এএফপি খবর দিচ্ছে, সোমবার ঢাকা থেকে আসা ২২৫ জন যাত্রীকে পরীক্ষা করে তাদের মধ্যে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

রাজধানী রোমের চারিদিকে লাৎসিও অঞ্চলের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা আলেসিও ডিআমাটো বলেছেন, এ এক ‘ভাইরাল বোমা’ যা নিষ্ক্রিয় করা হয়েছে।

রোমের বিমানবন্দরে ঢাকা থেকে আসা সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার জন্য কর্তৃপক্ষ বিশেষ নির্দেশ জারি করেছে। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর