thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ দেশেই আছেন, দাবি স্ত্রীর

২০২০ জুলাই ১১ ১৪:৪৮:৩৫
রিজেন্ট চেয়ারম্যান সাহেদ দেশেই আছেন, দাবি স্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অনিয়ম-দুর্নীতি খবর শুনে হতবাক হয়েছেন স্ত্রী সাদিয়া আরবি রিম্মি। অপরাধ করলে বিচার হওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। এর আগে, এমএলএম ব্যবসাসহ নানা প্রতারণা মামলায় জেল খাটার পর তার স্বামী শুধরেছে বলে মনে করতেন তিনি। অভিযুক্ত সাহেদ দেশেই আছেন বলে জানালেন স্ত্রী রিম্মি।

করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সাহেদ এখন, ‘টক অফ দ্য কান্ট্রি’। প্রভাবশালীদের সংস্পর্শে এসে তাদের নাম ভাঙ্গিয়ে অপকর্মের নতুন নতুন তথ্য বের হচ্ছে প্রতিদিন। রাজধানীর বনানীতে, ডিওএইচএসে’র ভাড়া বাসায় সাহেদের প্রতারণা ও অপকর্ম নিয়ে কথা হয়, তার স্ত্রীর সঙ্গে। জানালেন, ২০০৪ সালে ভালবেসে বিয়ে করেছিলেন তারা।

এর আগেও নানা প্রক্রিয়ায় সাহেদের লোক ঠকানোর বিষয়টি স্বীকার করেন তিনি। বললেন, এ কারণে একবার সংসার ছেড়ে চলেও গিয়েছিলেন। তবে নতুন করে স্বামীর এমন অপকর্মে বিস্মিত তিনি। রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযানের পর সাহেদ আর বাসায় আসেননি বলে জানালেন রিম্মি।

নানা আলাপচারিতায় জানা গেলো, আইন-শৃংখলা রক্ষাবাহিনীর কেউ, এখানো তার স্বামীর বিষয়ে তথ্য নেয়ার জন্য যোগাযোগ করেনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর