thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

অনুমতি ছাড়া গান বাজানোয় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

২০২০ আগস্ট ০৬ ১৮:৫৭:৫৬
অনুমতি ছাড়া গান বাজানোয় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক: অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারনায় গান ব্যবহারের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন এক শিল্পী। নিল ইয়ং নামের ওই কানাডিয়ান- আমেরিকান গায়ক দুটি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন।

ডয়চে ভেলে জানিয়েছে, সমর্থকদের আকৃষ্ট করতে গত মাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ এবং ‘ডেভিলস সাইডওয়াক’ গান দুটি৷

প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দিয়েছেন ইয়ং৷

বিষয়টি নিয়ে ২০১৫ সালেও আপত্তির কথা জানিয়েছিলেন ইয়ং৷ সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো অংশ নেয়ার সময়ও নির্বাচনী প্রচারনায় ৭৫ বছর বয়সি এ শিল্পীর গান বাজানো হয়৷

তবে শিল্পীর আপত্তি সত্ত্বেও ট্রাম্পের প্রচারবাহিনী তাতে কান দেয়নি৷

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আবার শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷

সূত্র: ডয়চে ভেলে

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর